নিজস্ব প্রতিবেদন: নভেল করোনাভাইরাসের ভয়কে দূরে সরিয়ে জন্মদিন পালন হল হাসপাতালের বেডেই শুক্রবার জন্মদিন পালন করলেন করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি চিকিৎসাধীন ব্যক্তি (৩১)। দিন কয়েক আগে ওই ব্যক্তির জ্বর কাশিসহ একাধিক উপসর্গ নিয়ে ইএম বাইপাসের পাশে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার চিকিৎসা করছেন একদল চিকিৎসক। আইসোলেশন ওয়ার্ডের কেবিনেই রেখে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, অতি সঙ্কটজনক নয়াবাদের করোনা আক্রান্ত প্রৌঢ়


স্বাভাবিকভাবেই পরিবারের কারও সঙ্গেই দেখা করতে দেওয়া হয় না তাঁকে। আর এরই মধ্যে পালন হল তার জন্মদিন। মানসিকভাবে তাঁকে ভাল রাখতে চিকিত্সকেরা এই সিদ্ধান্ত নেন। যেমন তেমন নয়, যাকে বলে একেবারে সারপ্রাইজ বার্থ ডে! আগে থেকে তাকে জানানো হয়নি কিছুই, হঠাৎই চিকিৎসকরা হাজির হলেন রোগীর নাম লেখা কেক নিয়ে।


আরও পড়ুন: চিঁড়ে-মুড়ি থেকে বিরিয়ানি-ওষুধ, লকডাউনে সবার হাতে খাবার তুলে দিল 'মানবিক' পুলিস


ঘটনায় কার্যত হতচকিত হয়েছেন রোগী। চিকিৎসকরা বলছেন আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে যায় সেই ব্যক্তির। এরপর ওই ঘরেতেই চিকিৎসক এবং ওই রোগী কেক কাটেন। পালমোনোলজিস্ট রাজা ধর বলেন, "জীবনের আনন্দ এখানেই। আমরা লড়াইয়ে নেমেছি। হার মানার কোনও প্রশ্নই নেই। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। পরিবার থেকে আলাদা আছেন। এখন সেটা যেন কোনও ভাবেই তার মনের মধ্যে কোন দাগ না কাটে, সেই কারণেই আমাদের এই উদ্যোগ।