ওয়েব ডেস্ক : পুজো মানেই আলোর রোশনাই। হরেক থিমের মণ্ডপসজ্জা। প্রতিমা দর্শনের জন্য রাস্তায় লাখো মানুষের ঢল। কিন্তু সেই ভিড় থেকে অনেকটাই দূরে থাকেন ওঁরা। ওঁরা দৃষ্টিহীন। যদিও আর পাঁচজন মানুষের মত পুজো ওঁদেরও। পুজোর রোশনাইয়ে ওঁদের সামিল করতে প্রতিবারের মত এবারও উদ্যোগ নিল এক স্বেচ্ছাসেবী সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ থেকে এই উদ্যোগ নিয়ে আসছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। দৃষ্টিহীনদের জন্য তাঁরা তৈরি করেছেন বিশেষ ব্রেইল বোর্ড। পুজোর থিম থেকে আলোকসজ্জার বর্ণনা, মায়ের মূর্তি থেকে মণ্ডপসজ্জা- সবই থাকছে ওই ব্রেইল বোর্ডে। দেওয়া থাকছে পুজো মণ্ডপের গাইডও। ব্রেইল বোর্ডের মাধমেই দৃষ্টিহীনরা অনুভব করতে পারবেন পুজোর আনন্দ। জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য দেবজ্যোতি রায়।


শুক্রবার এক অনুষ্ঠানে এই বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। পরে সেগুলি তুলে দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের হাতে। সমাজকল্যাণ দফতরের সহায়তায় শহরের ১০টি বড় বড় মণ্ডপে এই ব্রেইল বোর্ড রাখা হবে। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী শশী পাঁজা। 


আরও পড়ুন, আদর্শ শঙ্কর, দুর্গমকে সুগম করাই প্যাশন অভিযাত্রী অনিন্দ্যর