নিজস্ব প্রতিবেদন:  রবিবার গল্ফ গ্রীনে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় মিলল। মৃতের নাম সন্তোষ অধিকারী। তিনি আদতে অসমের বাসিন্দা। কলকাতায় মেসে থাকতেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তদন্তে পুলিস জানতে পেরেছে, সন্তোষ অধিকারী বিক্রমনগরের একটি মেসে থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। দিল্লিতে তাঁর একবার চিকিত্সাও হয়। পেশায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সন্তোষ গোয়াতে একটি বেসরকারি সংস্থায় চাকরিও করতেন। কিন্তু ড্রাগ কেসে পুলিস তাঁকে গ্রেফতার করে। আর সেই কারণেই গোয়ার চাকরি চলে যায় তাঁর। এরপর তিনি কলকাতায় আসেন চাকরির খোঁজে। কিন্তু অনেক চেষ্টার পরও কোনও চাকরিই জুটিয়ে উঠতে পারেননি তিনি। বরং আরও বেশি করে মাদকাসক্ত হয়ে পড়েন।


মোবাইল হাতে এগিয়ে যাচ্ছেন স্ত্রী, বাঁচাতে গিয়েই দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন স্বামী!


মেসের অন্যান্য আবাসিকদের জেরা করে পুলিস জানতে পারে, গত শনিবার মদ খেয়েই মেস থেকে বেরিয়েছিলেন সন্তোষ। তারপর আর ফেরেননি। রবিবার গল্পগ্রীনের একটি নির্মীয়মান ভবনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান মানসিক অবসাদে ওই ভবনের ছাদে থেকে লাফ দিয়ে আত্মঘাতী হয়েছেন সন্তোষ।