নিজস্ব প্রতিবেদন: দুই পদে থেকে আর্থিক মুনাফা নেওয়ার অভিযোগ। 'অফিস অফ প্রফিট'-এ বজবজের বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। খারিজ হতে পারে অশোক দেবের বিধায়ক পদ। শুক্রবার শুনানির সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। ওই পদ থাকার জন্য একটি নির্দিষ্ট বেতন পান তিনি। আবার বিধায়ক হিসেবেও বেতন পান। অভিযোগ, বার কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা না দিয়েই বিধায়ক হয়েছেন অশোক দেব। তথ্য গোপন করেছেন তিনি। তাই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 'অফিস অফ প্রফিট'-এ হাইকোর্টে দায়ের হয়েছে একটি মামলা। 


আরও পড়ুন: হঠাৎ SP বদল, চিটফান্ড তদন্তে বড়সড় পদক্ষেপ নিলো CBI


আরও পড়ুন: মানবাধিকার কমিশনের রিপোর্টে আজ তথ্য ধরে ধরে জবাব দিতে চলেছে রাজ্য


মামলাটি দায়ের করেছেন আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। অশোক দেবের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলাটি করা হয়েছে। সম্ভবত শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা হাইকোর্টে।