নিজস্ব প্রতিবেদন: ঠেকিয়ে দেবে করোনাভাইরা। ১০০ শতাংশ গ্যারান্টি। যে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে ঘুম ছুটছে তাবড় বিশ্বের, তার ওষুধই দেদার বিকোচ্ছে কলকাতায়। তাও আবার বেলেঘাটা আইডি হাসপাতালের গেটের বাইরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা প্রতিরোধে আর্য়ুবেদ ওষুধ। বেলেঘাটা আইডি হাসপাতালে আপত্কালীন দরজার বাইরে হাঁক দিচ্ছেন এক ব্যক্তি। ভিড়ও জমে উঠেছে। আর্য়ুবেদেই কি অতিমারীর নিধন? অনেকে কিনেও ফেলেন। শুক্রবার দুপুরে পসরা নিয়ে হাজির হয়েছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা অরুণকুমার সাউ। 


কেন এতদূর এসেছেন? অরুণের জবাব,''শুনলাম করোনায় আক্রান্ত লোকজন বেলেঘাটা আইডি হাসপাতালে ভিড় করছেন। তাই তাঁদের মুক্তি দিতে চলে এসেছি।'' তা বটে! আপনার ওষুধ কাজ করবে? কী কী পথ্য দিচ্ছেন? অরুণ বলে চলেন,''আমার কাছে রয়েছে তুলসীপাতা,হরিতকি, বয়রা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ইত্যাদি। এগুলো একসঙ্গে গুঁড়ো করে উষ্ণ জলে ১৫ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রতিষেধক। খাওয়ার পর পান করুন। সর্দি-কাশি কাছে ঘেঁষবে না।''


বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর- এমন আপ্তবাক্যে ভরসা রেখে অনেকেই কিনে ফেলেন আয়ুর্বেদ পথ্য। প্রশ্ন ওঠে, পুলিসের সামনেই কীভাবে এমন কারবার চলে? শেষমেশ ওই দোকানিকে সেখান থেকে উঠিয়ে দেয় পুলিস। 


আরও পড়ুন- করোনার জেরে ওয়ার্ক ফ্রম হোমে রাজ্য বিজেপির নেতারা, সুনসান অফিস