নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীর এক বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েকদিন আগেই। এবার সেই তালিকায় নাম উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠ্যরত পোল্যান্ডের পড়ুয়াকে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO। কামিল শেদচিনস্কি নামের ওই পোলিশ ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'দিল্লির ঘরহারা মানুষকে আশ্রয় দেবে বাংলা' মঞ্চ থেকে আহ্বান মমতার


যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি ওই পড়ুয়া। আগামী ১৫ দিনের মধ্যে কামিলকে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই এ ব্যাপারে তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।