নান্টু হাজরা: দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল ব্যবসায়ীকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পাড়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। অভিযোগ রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানা গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি, বলে অভিযোগ করতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Jalpaiguri: কনকনে ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়ি, সর্বনিম্ন তাপমাত্রা নামল...


ব্যবসায়ীর অভিযোগ, বিধাননগর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে ওই ব্যবসায় থেকে ৫০ লক্ষ টাকা তোলা চায়। ব্যবসায়ী নিজের জমিতে বহুতল নির্মাণ করছেন কর্পোরেশনের বৈধ অনুমতি নিয়ে। তা সত্ত্বেও কাউন্সিলর তোলা চায়। ব্যবসায়ী কাছে এর আগেও তোলা চাওয়া হয়। সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারও তোলা চাওয়া হয়। তিন লক্ষ টাকা দেন ব্যবসায়ী। 


আরও পড়ুন- Kulpi Fire: কুলপিতে ভয়ংকর আগুন! পুড়ে ছাই একাধিক বাড়ি, ঢুকতে পারল না দমকলও...


কিন্তু তারপরেও রোজই টাকার অংক বাড়তে থাকে। ব্যবসায়ী আরও অভিযোগ, গতকাল কাউন্সিলর নিজে এসেছিলেন। এরপর আজ কাউন্সিলর এর অনুগামী গোবিন্দ দাস, শুভেন্দু, বাবাই সহ বেশ কিছু যুবক এসে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার।


প্রোমোটারের ওপর হামলার ঘটনায় আটক এক। আটক করেছে বাগুইআটি থানার পুলিস। বাগুইআটির রঘুনাথপুর এলাকা থেকে আটক। নাম শুভেন্দু মন্ডল (বাবাই )।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)