Submitted by Debasmita Das on Sat, 2024-12-14 15:33
ইউপিএসসি'র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন পশ্চিম জেলার আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী (৬২২/১০০০)। তিনি দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী। গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইসমাইলে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে উপর মাস্টার্স করেন। মোটামুটি স্বচ্ছল পরিবার। বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। বেতন খুব বেশি নয়। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান তার বাবা-মাকে।
Select Live Blog:
West Bengal News LIVE Update: আরজি কর খুন-ধর্ষণ মামলায় জামিন! পথে SFI-কংগ্রেস...
Live Blog Date:
Saturday, December 14, 2024 - 15:30