নিজস্ব প্রতিবেদন: সাত সকালে মৃতদেহ উদ্ধার খাস কলকাতায়। বৃহস্পতিবার বাগবাজার ঘাটে তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এদিন বস্তাবন্দি অবস্থা ঘাট থেকে উদ্ধার করা হয় তরুণীর দেহ। পুলিস সূত্রে খবর, তরুণীর দুটি হাতেই ট্যাটু রয়েছে। পরণে শাড়ি। আনুমানিক ২৮-৩০ বছর বয়স হতে পারে  তরুণীর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃহস্পতিবার সকালে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারমধ্যেই ছিল কঙ্কালসাড় তরুণীর দেহ। সন্দেহ হওয়ার খবর দেওয়া হয় পুলিসে। এরপর পুলিস এসে দেহ উদ্ধার করে বাক্স থেকে। মৃতদেহর ট্যাটু ও শাড়ির বিবরণ দেখে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। কে এই তরুণী তাও খোঁজের চেষ্টা চলছে। যৌন নির্যাতনের পরে খুন নাকি অন্য় কোনও কারণ, বিযয়টি খতিয়ে দেখছে পুলিস। 


আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই শীতের কামড়, আজ এই মরশুমের শীতলতম দিন!