ডিসেম্বরের শুরুতেই শীতের কামড়, আজ এই মরশুমের শীতলতম দিন!

এই মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা।

Updated By: Dec 5, 2019, 08:06 AM IST
ডিসেম্বরের শুরুতেই শীতের কামড়, আজ এই মরশুমের শীতলতম দিন!

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরের শুরুতেই শীতের (Winter) কামড়। আজ শহর কলকাতায় পারদ নামল ১৬ ডিগ্রির নীচে। জেলায় জেলায় ঠান্ডার দাপট। তাপমাত্রা ওঠানামার খেলা চলছেই। শুক্রবারের পর বদলাতে পারে পরিস্থিতি। পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- যাদবপুরে পাঁচটি সারমেয় শাবককে বিষ খাইয়ে মারার অভিযোগ! এলাকায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিস

তাপমাত্রার জাগলিং চলছেই। বৃহস্পতিবার একধাক্কায় অনেকটাই নামল শহরের তাপমাত্রা (Temperature)। বৃহস্পতিবার পারদ পৌঁছয় ১৫.৯ ডিগ্রিতে।  এই মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা। আজ এই মরশুমের শীতলতম দিন।

আরও পড়ুন- লন্ডনের মতো এবার কলকাতাতেও হবে সাইকেল বে

আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা এমনই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে শুক্রবার বিকেলের পর ফের উত্তুরে হাওয়ার সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা।

 

.