নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে আক্রমণ করতে গিয়েছে মুখ ফসকে গিয়েছিল। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষণের শেষ দিকে গেরুয়া শিবিরকে নিশানা করতে গিয়ে অভিষেক বলে ফেলছিলেন, তোমাদের রাজনীতি নিয়ে কর্মসংস্থান নিয়ে আমাদের রাজনীতি কবর...'। পরক্ষণেই সামলে নিলেন তৃণমূল সাংসদ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'মুষ্টিমেয় আসন জিতে বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি। ঘাস যত কাটবে তত বাড়বে। মারবে যত ফুটবে তত তৃণমূল। আগামী দিনে লড়াইয়ের জন্য তৈরি মা-মাটি-মানুষ। সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ উন্মাদে পরিণত হয়েছে'। 



২০২১ সালে তৃণমূলই বাংলায় ক্ষমতায় ফিরবে বলেও দাবি করে করেন অভিষেক। বলেন, 'আড়াইশোর বেশি আসন পেয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে বসিয়ে প্রমাণ করে দেব, মমতার বিকল্প কেউ নেই'। 


দিলীপ ঘোষকে নিশানা করে অভিষেকের মন্তব্য, যারা ভাবছেন, তৃণমূল কাটমানির তিরে বিদ্ধ,  বাঁকুড়ায় মিটিং করে বলছেন, তৃণমূলের কর্মীরা না যেতে পারে। সাত বার জন্ম নিলেও তৃণমূল কংগ্রেসের মতো কর্মী দলে আনতে পারবেন না। স্মরণ করিয়ে দিই, ৩৪ বছরের বাম সরকারকে হঠিয়ে দিয়েছি। বিজেপি ও সিপিএমকে ভোকাট্টা করে বিদায় দেব। লড়াইয়ের শেষ দেখে ছাড়বে তৃণমূল। 


অভিষেক কথায়, 'ভারতীয় জনতা পার্টি যদি ভাবে বাংলাকে অশান্ত করবে, সাম্প্রদায়িক রাজনীতি করবে, সেটা হবে না। তোমাদের রাজনীতি অস্ত্র নিয়ে আমাদের রাজনীতি বস্ত্র নিয়ে। আমাদের তোমাদের রাজনীতি জাতপাত নিয়ে আমাদের ভাত নিয়ে'। এরপরই মুখ ফসকে অভিষেক বলেন, 'তোমাদের রাজনীতি কর্মসংস্থান নিয়ে আমাদের কবর...'। থামলেন সাংসদ। এরপর বললেন,   তোমাদের রাজনীতি কর্মসংস্থান নিয়ে, আমাদের রাজনীতি কর্মসংস্থা নিয়ে।   


আরও পড়ুন- কেউ মিটিং ছেড়ে যাবেন না, যতক্ষণ আমি কথা শেষ করি: মমতা