Tripura: দুয়ারে গুন্ডারাজ চালাচ্ছে বিপ্লব দেব সরকার, সুস্মিতার গাড়িতে হামলায় Abhishek
শুক্রবার পশ্চিম ত্রিপুরার আমতলি বাজারের কাছে সুস্মিতা দেবের গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় (Tripura) ফের তৃণমূলের উপরে হামলার অভিযোগ। এবার 'আক্রান্ত' সুস্মিতা দেব। তাঁর গাড়ি ভাঙচুর ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, আঙুলে চোট পেয়েছেন সুস্মিতা। এই ঘটনায় বিপ্লব দেব সরকারকে 'দুয়ারে গুন্ডারাজ' বলে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেক (Abhishek Banerjee) টুইট করেছেন,''বিপ্লব দুয়ারে গুন্ডারাজ চালাচ্ছেন। রাজনৈতিক বিরোধীদের উপরে আক্রমণ নতুন রেকর্ড গড়ছে। রাজ্যসভার মহিলা সাংসদ সুস্মিতা দেবকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এটা লজ্জাজনক ও বিজেপি গুন্ডাদের রাজনৈতিক সন্ত্রাস। সময় এসে গিয়েছে ত্রিপুরার মানুষ এর জবাব দেবেন।''
বৃহস্পতিবার ত্রিপুরায় জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ১০টি গাড়িতে রাজ্যজুড়ে প্রচার করবেন তৃণমূল নেতানেত্রীরা। শুক্রবার পশ্চিম ত্রিপুরার আমতলি বাজারের কাছে সুস্মিতা দেবের গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয়। ছিনতাই চালানো হয় বলেও দাবি সুস্মিতার। তাঁর কথায়,''মুখ না ঢেকে পুলিসের সামনেই আক্রমণ করছে। ওদের কোনও লজ্জা নেই। বিপ্লব দেব ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে।''
আরও পড়ুন- Goa: পূর্বে BJP-কে রোখার পর গেরুয়া-সূর্যাস্তের লক্ষ্যে পশ্চিমে যাত্রা Mamata-র