নিজস্ব প্রতিবেদন : আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণদিবস। বর্ণপরিচয় স্রষ্টার প্রয়ান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করতেই তাঁকে 'অতীত' মনে করিয়ে পাল্টা ঠুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটে অমিত শাহ বিদ্যাসাগরকে বাংলার নবজাগরণের অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করেন। নারীর ক্ষমতায়নে তাঁর অবদানের জন্য শ্রদ্ধা জানান। অমিত শাহের সেই টুইটকেই একহাত নিয়ে পাল্টা টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহাশয়কে একজন মহান সমাজ সংস্কারক বলে উল্লেখ করেন। বিদ্যাসাগর ধর্মনিরপেক্ষ, মুক্ত চিন্তাভাবনার প্রতিমূর্তি বলে উল্লেখ করেন। এরপরই তিনি বিদ্যাসাগর কলেজের মূর্তি ভাঙার ঘটনাকে উল্লেখ করে কটাক্ষ করেন অমিত শাহকে। বিদ্যাসাগরের প্রতি অমিত শাহের এই শ্রদ্ধাকে 'নোংরা দেখনদারি' বলে কড়া সমালোচনা করেন তিনি।



প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কলকাতায় ভোটের আগে কলেজ স্ট্রিটে অমিক শাহের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূল-বিজেপি, দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর ও বিদ্যাসাগর কলেজ। সেদিনই বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগের আবক্ষ মূর্তি ভাঙে দুষ্কৃতীরা। কে বা কারা সেই মূ্র্তি ভেঙেছিল? এ প্রশ্নের উত্তরে দুপক্ষ-ই একে অপরের দিকে আঙুল তোলে। কাঠগড়ায় দাঁড় করায়।



আজ অমিত শাহ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতেই সেই 'অতীত' প্রসঙ্গকে তুলে ফের খোঁচা দিলেন অভিষেক। শুধু অভিষেক একা নন, বিজেপির বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাভক্তিকে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। 


আরও পড়ুন, কঙ্কালের সঙ্গে 'সহ-বাস'! বাড়ির ভিতর উদ্ধার একাধিক খুলি, হাড়গোড়, শিলিগুড়িতে হাড়হিম করা ঘটনা