নিজস্ব প্রতিবেদন: গত ৫ জুন কাঁধে এসেছে দলের অনেক বড় দায়িত্ব। এবার রাজ্য নয় সামলতে হবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ। ওই দায়িত্ব পাওয়ার পরই দলের বর্যীয়ান নেতাদের কাছে গিয়ে পরামর্শ করছেন, আশীর্বাদ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, শোকজ বিশ্বভারতীর অধ্যাপককে


রবিবার অভিষেক দেখা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে। সন্ধেয় সাড়ে সাতটা নাগাদ অভিষেকের কনভয় এসে থামে সুখেন্দুশেখরের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সুখেন্দুশেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক। গেটে দাঁডিয়ে কিছুক্ষণ কথা বলেন। তারপর বাড়ির ভেতরে চলে যান। এদিন ঘণ্টা খানেকেরও বেশি সময় সুখেন্দুশেখরের বাড়িতে ছিলেন অভিষেক(Abhishek Banerjee)।


আরও পড়ুন- একদিনে  রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের নিচে, মৃত ৮৪


এর আগে তিনি দেখা করেন সৌগত রায়(Sougata Roy), সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেখা করে পরামর্শ আশীর্বাদ চান সুব্রত মুখোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে। তাদের প্রত্যেকের বাড়িতেই কোথাও আধঘণ্টা, কোথাও একঘন্টা কাটিয়েছেন অভিষেক। রাজনৈতিক মহলের ধারনা, সর্বভারতীয় স্তরে যে গুরুদায়িত্ব তাঁর কাঁধে দেওয়া হয়েছে তা নিয়ে পরামর্শ ও আশীর্বাদ চাইতেই বর্যীয়ান নেতাদের সঙ্গে সাক্ষাত করছেন অভিষেক।