দীর্ঘ ৪ মাস পর ফের রাজনীতির আঙিনায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজনীতিতে দ্বিতীয়বার অভিষেক হল অভিষেকের। দীর্ঘ ৪ মাস পর ফের ফিরলেন রাজনীতির আঙিনায়। গত অক্টোবরে দুর্ঘটনার পর এখন পুরো সুস্থ তিনি। দুপুর ৩টে থেকেই তৃণমূল ভবনে উন্মুখ অপেক্ষায় তৃণমূলের যুব নেতা-কর্মীরা। ফুলের স্পেশাল বোকে, মালা, মিষ্টি, সবই তৈরি। কখন আসবেন তিনি? ৪টে ১০-এ ঢুকলেন। চোখে কালো সানগ্লাস। যখন তিনি ঢুকলেন, গোটা তৃণমূল ভবন বলে দিচ্ছিল, এই দিনটার অপেক্ষাই করছিল গোটা দল। দলে অভিষেকের গুরুত্ব এবং ক্রেজ যে সাঙ্ঘাতিক, সেই ছবিটাও স্পষ্ট। ২০১৬-য় বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর দলে অভিষেকের গুরুত্ব আরও বেড়েছে। অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে তৃণমূলে যোগ দেওয়ানোর পিছনে অভিষেকের অবদান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য মানস ভুঁইয়া। তৃণমূল সূত্রে খবর, এপ্রিলে জেলা সফর করবেন অভিষেক। ২০১৯-এর ভোটে কীভাবে তৃণমূল যুবশক্তি কাজ করবে, তার রূপরেখা ঠিক করবেন তিনি। অভিষেক সংসদেও যাবেন বলে খবর।
ওয়েব ডেস্ক: রাজনীতিতে দ্বিতীয়বার অভিষেক হল অভিষেকের। দীর্ঘ ৪ মাস পর ফের ফিরলেন রাজনীতির আঙিনায়। গত অক্টোবরে দুর্ঘটনার পর এখন পুরো সুস্থ তিনি। দুপুর ৩টে থেকেই তৃণমূল ভবনে উন্মুখ অপেক্ষায় তৃণমূলের যুব নেতা-কর্মীরা। ফুলের স্পেশাল বোকে, মালা, মিষ্টি, সবই তৈরি। কখন আসবেন তিনি? ৪টে ১০-এ ঢুকলেন। চোখে কালো সানগ্লাস। যখন তিনি ঢুকলেন, গোটা তৃণমূল ভবন বলে দিচ্ছিল, এই দিনটার অপেক্ষাই করছিল গোটা দল। দলে অভিষেকের গুরুত্ব এবং ক্রেজ যে সাঙ্ঘাতিক, সেই ছবিটাও স্পষ্ট। ২০১৬-য় বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর দলে অভিষেকের গুরুত্ব আরও বেড়েছে। অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে তৃণমূলে যোগ দেওয়ানোর পিছনে অভিষেকের অবদান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য মানস ভুঁইয়া। তৃণমূল সূত্রে খবর, এপ্রিলে জেলা সফর করবেন অভিষেক। ২০১৯-এর ভোটে কীভাবে তৃণমূল যুবশক্তি কাজ করবে, তার রূপরেখা ঠিক করবেন তিনি। অভিষেক সংসদেও যাবেন বলে খবর।
বেসরকারি হাসপাতালে কড়া লাগাম পরিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিষেবা নিয়ে লাগাতার অভিযোগ যখন গণরোষে পরিণত হচ্ছে, ঠিক তখনই নতুন বিল এনেছেন তিনি। বেসরকারি হাসপাতালে সরকারি নজরদারি জোরদার করার দিকে নজর দিয়েছেন। এই ইস্যুতে এবার পিসির পাশেই ভাইপো। রাজনীতিতে দ্বিতীয়বার অভিষেকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল।
অক্টোবরে বড়সড় দুর্ঘটনায় পড়ে তৃণমূল সাংসদের গাড়ি। চোখে গুরুতর চোট পান। ভর্তি হতে হয় বেসরকারি হাসপাতালে। সেই চিকিত্সা পরিষেবা নিয়ে তিনিও খুব একটা সন্তুষ্ট নন।
শনিবার দুপুর থেকেই তৃণমূল ভবনে উন্মুখ অপেক্ষায় ছিলেন তৃণমূলের যুব নেতা-কর্মীরা। ফুলের স্পেশাল বোকে, মালা, মিষ্টি, সব তৈরি।
কখন আসবেন তিনি? ৪টে ১০-এ ঢুকলেন। চোখে কালো সানগ্লাস। যখন তিনি ঢুকলেন, গোটা তৃণমূল ভবন বলে দিচ্ছিল, এই দিনটার অপেক্ষাই করছিল গোটা দল। দলে অভিষেকের গুরুত্ব এবং ক্রেজ যে সাঙ্ঘাতিক, সেই ছবিটাও স্পষ্ট। ২০১৬-য় বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর দলে অভিষেকের গুরুত্ব আরও বেড়েছে। অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে তৃণমূলে যোগ দেওয়ানোর পিছনে অভিষেকের অবদান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য মানস ভুঁইয়া। তৃণমূল সূত্রে খবর, এপ্রিলে জেলা সফর করবেন অভিষেক। ২০১৯-এর ভোটে কীভাবে তৃণমূল যুবশক্তি কাজ করবে, তার রূপরেখা ঠিক করবেন তিনি। অভিষেক সংসদেও যাবেন বলে খবর।