নিজস্ব প্রতিবেদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসুরো বেজেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর ফেসবুক পোস্ট দেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদ মাধ্যমের কাছ থেকে শুনে তাঁর প্রতিক্রিয়া, বিজেপি আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব ও অন্তর্কলহ মেটাক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব রাখছিলেন রাজীব (Rajib Banerjee)। এ দিন নেটমাধ্যমে পোস্টের পর দলের সঙ্গে তাঁর সংঘাত আরও স্পষ্ট হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন,''দেখুন কে কী ফেসবুক পোস্ট করেছেন, আমার জানা নেই। আমি দেখিনি। তবে যা আপনাদের থেকে শুনছি বিজেপিকে অনুরোধ করব, নিজেরা বসে আগে অন্তর্দ্বন্দ্ব ও অন্তর্কলহ মেটান। তার পর তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন।''


এ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব (Rajib Banerjee) লিখেছেন,''সমালোচনা তো অনেক হল... মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।''


আরও পড়ুন- ডোমজুড়ে অত্যাচারিত BJP কর্মীদের পাশে দাঁড়ানো উচিত, Rajib-কে বার্তা Suvendu-র


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)