শিয়ালদহ উড়ালপুলে বাসের ধাক্কায় মৃত্যু বাবা-মেয়ের
মধ্য কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা ওই পরিবার। সূত্রের খবর, মাথায় হেলমেট থাকলেও শেষ পর্যন্ত রক্ষা পেল না প্রাণ।
নিজস্ব প্রতিবেদন: শিয়ালদহ উড়ালপুলে বাসের ধাক্কায় মৃত্যু হল পরিবারের দুই সদস্যের। রবিবার মতিঝিল এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরবাইকে ফিরছিলেন আব্দুল সামাদ (৫০), আব্দুলের স্ত্রী নূরজাহান বেগম (৪৪) তাঁদের কন্যা, নিখাত আরা (২২)। হঠাত্ই উল্টোদিক থেকে একটি বাস এসে সজোরে ধাক্কা মারে তাঁদের মোটরবাইকে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনজনেই। এরপর তাঁদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাবা এবং মেয়েটিকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। মহিলাকে গুরুতর জঘম অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিত্সা চলছে তাঁর।
আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনে খুন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, উদ্ধার ঝুলন্ত দেহ
পুলিশ সূত্রের খবর, মধ্য কলকাতার বউবাজার থানা এলাকার ২৮/১ গীরিবাবু লেনের বাসিন্দা। সূত্রের খবর, মাথায় হেলমেট থাকলেও শেষ পর্যন্ত রক্ষা পেল না প্রাণ। পলাতক বাস ড্রাইভার। তবে বাসটিকে আটক করেছে পুলিস। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।