ওয়েব ডেস্ক: সল্টলেকে ফের বেপরোয়া ক্যাবের ধাক্কায় জখম বাবা-মেয়ে। সেক্টর ফাইভে টেকনোপলিসের কাছে দুর্ঘটনা ঘটে। বাইকে করে মেয়েকে স্কুলে পৌছতে যাচ্ছিলেন বাবা। বাইকের পেছনে ধাক্কা মারে বেপরোয়া ক্যাব। সিভিক পুলিসের তত্পরতায় আটক ক্যাবের চালক। আহত বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এদিকে, নিউটাউনে দু-জায়গায় ২ জনের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। প্রমোদ গড় এলাকায় নুকুল বেকারি নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিসের প্রাথমিক অনুমান, অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। অন্যদিকে, হাতিয়াড়ায় কর্পোরেশনের এক সাফাইকর্মীর দেহ উদ্ধার হয়। পুলিসের অনুমান অবসাদের জেরে আনন্দ দাস নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। দুজনের দেহ ময়না তদন্তের জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (আরও পড়ুন- পিস্তল নিয়ে খেলা! গুলিতে আহত কিশোর )