নিজস্ব প্রতিবেদন: ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে পুলিসের হাতে। জানা গিয়েছে, হার্ট, কিডনি সহ মাল্টি অর্গান ফেলিওর এবং লিভার সিরোসিস হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের। মাটিতে পড়ে যাওয়ার সময় মাথা ফেটে যায় তাঁর। ঠোঁট ও নাকেও আঘাত পান অভিনেত্রী। মনে করা হচ্ছে, মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে পড়ে যান। কারণ, তাঁর শরীর থেকে পাওয়া গিয়েছে প্রায় ২ লিটার মদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার আগে যোধপুর পার্কের বাড়িতে অভিনেত্রীর রহস্যমৃত্যুতে বেশকিছু নতুন তথ্য উঠে এসেছে। পুলিস সূত্রে খবর, ঘটনার দিন খাটে বসে মধু মিশিয়ে ওয়াইন খাচ্ছিলেন তিনি। খাটের উপর মিলেছে পানমশলার প্যাকেট। বাড়ি থেকে উদ্ধার হয়েছে চিকিত্সা সংক্রান্ত বেশ কিছু নথি। যার থেকে পুলিশ জানতে পেরেছে, একবছর আগে হেপাটাইটিস বি-তে আক্রান্ত হন অভিনেত্রী। ভুগছিলেন কিডনির সমস্যায়। কিন্তু বছরখানেক ধরে চিকিৎসা করাচ্ছিলেন না তিনি। ঘর থেকে মিলেছে রক্তমাখা টিস্যু পেপার।


পুলিস জানতে পেরেছে, মাঝেমধ্যেই নাক-মুখ থেকে রক্ত পড়ত অভিনেত্রীর। পুলিশের দাবি, ঘটনার দিন তিনি কোনও খাবার খাননি।