নিজস্ব প্রতিবেদন:  রোজভ্যালিকাণ্ডে ইডির জেরার মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন সকাল বারোটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ঢোকেন। জানা গিয়েছে, তাঁর সংস্থার সঙ্গে রোজভ্যালির সাত কোটি টাকার লেনদেন হয়েছিল। সম্ভবত সেই বিষয়েই তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, এদিন ঋতুপর্ণার বয়ানও রেকর্ড করা হবে। সূত্রের খবর, কিছুদিন আগে রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। গৌতম কুণ্ডুকে জেরা করে অভিনেত্রী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে ইডির।  এরপর এক চার্টার্ড একাউন্ট্যান্টকেও  জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান  তদন্তকারীরা। তা জানতেই ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।


রোজ্যভালির সঙ্গে ঋতুপর্ণার সংস্থার আদৌ কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ঋতুপর্ণার কী যুক্তি রয়েছে- রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে কিংবা চুক্তি হওয়ার আগে অভিনেত্রী কি আগে জানতেন যে রোজভ্যালি একটি ভুঁইফোঁড় সংস্থা- এসব জানতেই ইডির তলব।  এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছে অভিনেত্রী জানান, “ওঁরা ডেকেছিলেন, আমার সংস্থার ব্যাপারে কিছু প্রশ্ন করতে পারেন। আগে আমি ভিতরে ঢুকি। আমাকে কী নিয়ে জিজ্ঞাসা করা হল বেরিয়ে বলতে পারব।”


কাটমানি ইস্যুতে নবান্নের সামনে বিজেপির বিক্ষোভ, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরাল পুলিস


প্রসঙ্গত, রোজভ্যালিকাণ্ডে নিশানায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। 


ইতিমধ্যেই পাওয়া খবর অনুযায়ী, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কেন তিনি এই অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা সমস্ত বিষয়টিই খতিয়ে দেখছে ইডি।