কাটমানি ইস্যুতে নবান্নের সামনে বিজেপির বিক্ষোভ, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরাল পুলিস
বৃহস্পতিবার সকালে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা নবান্নের সামনে জমায়েত হন। কাটমানি ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা
নিজস্ব প্রতিবেদন: কাটমানি ইস্যুতে বিক্ষোভে বিজেপি। বৃহস্পতিবার সকালে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা নবান্নের সামনে জমায়েত হন। কাটমানি ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মহিলা পুলিস তাঁদের টেনে হিঁচড়ে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কাটমানি ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এদিন সকালে নবান্নের সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পুলিস আগে থেকেই এলাকায় মোতায়েন ছিল। কিন্তু খুবই সাধারণভাবে অতর্কিতে নবান্নের সামনে চলে আসেন তাঁরা। তারপর বিক্ষোভ দেখাতে থাকেন। দলীয় পতাকা বার করে এলাকায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিরোধী নেত্রী মমতার বক্তব্য হাতিয়ার করে বাংলায় এনআরসি-দাবি তুলবে বিজেপি
পুলিসকর্মীরা তাঁদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। বেশ কয়েকজনকে আটক করে পুলিস। তাঁদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। নবান্নের সামনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিস।