Madhyamik 2023: মাধ্যমিকের সময়ে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন...
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। শেষ হবে ৪ মার্চ। পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই কন্ট্রোলরুম চালু করেছে পর্ষদ।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: হাতে আর মাত্র ২ দিন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিয়ালদহ ডিভিশনের দুটি সেকশনে বেশ কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন। কখন? পরীক্ষার দিনগুলিতে সকালে ১০টা থেকে পৌনে ১২টা ও বিকেলে ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত।
আগামী বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। শেষ হবে ৪ মার্চ। সাগরদিঘি উপনির্বাচনের জন্য় অবশ্য ইতিহাস পরীক্ষার দিন বদল করেছে পর্ষদ। ২৭ ফ্রেরুয়ারি নয়, পরীক্ষা হবে ১ মার্চ।
এদিকে মাধ্যমিক শুরুর সাতদিন আগেই পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোলরুম চালু করেছে পর্ষদ। এবার উদ্যোগী হল পূর্ব রেলও। কীভাবে? যেদিন পরীক্ষা থাকবে, সেদিন শিয়ালদহ-রানাঘাট ও বারাসত-বনগাঁ সেকশনে নির্ধারিত স্টেশনের বাইরেও পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও ভূপতিভূষণ হল্টেও দাঁড়াবে ট্রেন।
অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন
--------------
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল পলতা, জগদ্দল ও কাঁকিনাড়ায় দাঁড়াবে যথাক্রমে ১০টা ৬, ১০টা ১৭ ও ১০টা ২০ মিনিটে।
শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার পলতা, জগদ্দল ও কাঁকিনাড়ায় দাঁড়াবে যথাক্রমে ১০টা ৫৯, ১১টা ৮ ও ১১.১১ মিনিটে।
শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে ১১টা ১৯ মিনিটে।
শিয়ালদহ-বনগাঁ লোকাল ভূপতি ভূষণ হল্টে দাঁড়াবে ৩টে ৩৩ মিনিটে।
কলকাতা-লালগোলা প্যাসেঞ্জার পায়রাডাঙায় দাঁড়াবে ৩টে ২৭ মিনিটে।
শিয়ালদহ-রানাঘাট লোকাল জগদ্দলে দাঁড়াবে ৩টে ৪৭ মিনিটে
কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় দাঁড়াবে যথাক্রমে ১০টা ৩৯, ১০টা ৪২ ও ১০টা ৫১ মিনিটে
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল জগদ্দলে দাঁড়াবে ১১টা ১০ মিনিটে।
লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার পায়রাডাঙায় দাঁড়াবে ১১টা ৮ মিনিটে।
বনগাঁ-শিয়ালদহ লোকাল ভূপতি ভূষণ হল্টে দাঁড়াবে ১১টা ৩৫ মিনিটে
লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় দাঁড়াবে যথাক্রমে ৩টে ৯, ৩টে ১২ ও ৩টে ২০ মিনিটে।
কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় দাঁড়াবে যথাক্রমে ৩টে ২৭, ৩টে ২৯ ও ৩টে ৩৮ মিনিটে।
শান্তিপুর-শিয়ালদহ লোকাল জগদ্দলে দাঁড়াবে ৩টে ৪২ মিনিটে।