Shah Rukh Khan Death Threat: শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি উকিলের! কে এই ফৈজান খান?

Shah Rukh Khan Death Threat: ভাইজানের পর বাদশাহের উদ্দেশ্যে হুমকি বার্তা আসে এবং তাতে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে জানা যায়। তবে যার ফোন থেকে এই হুমকি বার্তা আসে সেই ব্যক্তিকে পুলিস প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। ফৈজান খান বলেন...  

Updated By: Nov 8, 2024, 08:00 PM IST
Shah Rukh Khan Death Threat: শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি উকিলের! কে এই ফৈজান খান?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্তের মাধ্যমে ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা এবং পেশায় আইনজীবী ফৈজান খানের নাম সামনে এসেছে। মুম্বাই পুলিস এই বিষয়ে ফৈজানকে তলব করেছে এবং তাঁর সঙ্গে শাহরুখের পূর্বের একটি দ্বন্দ্বের কথাও সামনে উঠে এসেছে। মুম্বাই পুলিস এখনও পর্যন্ত কোনও গ্রেফতার করেনি। ভারতীয় দণ্ডবিধির ৩০৮(৪) (মৃত্যু বা গুরুতর আঘাতের হুমকিসহ চাঁদাবাজি) এবং ৩৫১(৩)(৪) (আক্রমণ ও হুমকি) ধারায় এই মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন, 'সুশান্তকে খুন করা হয়েছে...'! বিস্ফোরক দাবি সলমানের প্রাক্তন সোমির

আপনি কি জানেন কে এই ফৈজান খান?
ফৈজান খান, যিনি মহাম্মদ ফৈজান খান নামেও পরিচিত, রায়পুরের পাণ্ড্রি থানার অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দা তিনি। তদন্তে জানা যায়, শাহরুখ খানকে উদ্দেশ্য করে পাঠানো হুমকি বার্তাটি ফৈজানের ফোন থেকে করা হয়েছিল। রায়পুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সন্তোষ সিং এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তদন্তে ফৈজান দাবি করেছেন যে, তার ফোনটি গত সপ্তাহে চুরি হয়েছিল এবং তিনি এ বিষয়ে থানায় অভিযোগও করেছিলেন।

আরও পড়ুন, আথিয়া-রাহুলের সংসারে নতুন অতিথি! কবে দাদু হচ্ছেন সুনীল শেট্টি?

হুমকি বার্তাটির মামলা মুম্বাইয়ের বান্দ্রা থানায় দায়ের করা হয় এবং সেখানেই ফৈজানকে এ বিষয়ে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। ফৈজান জানিয়েছেন যে মুম্বাই পুলিস প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি বারবার জানিয়েছেন যে, তার ফোনটি চুরি হয়ে গিয়েছিল। সুতরাং, তিনি হুমকি বার্তার ব্যাপারে কিছুই জানেনা বলে দাবি করেছেন। 

আরও পড়ুন, এবার বিয়ের পিঁড়িতে নিমরত! অভিষেকের সঙ্গে প্রেমের জল্পনার মাঝেই বিস্ফোরক অভিনেত্রী...

ফৈজানের সঙ্গে শাহরুখের একটি পুরানো বিবাদ ছিল। ১৯৯৪ সালের ছবি ‘অঞ্জাম’-এর একটি সংলাপ নিয়ে আপত্তি তুলেছিলেন এই উকিল। ফৈজান দাবি করেন যে, সেই সংলাপে হরিণ শিকারের প্রসঙ্গটি নেতিবাচকভাবে দেখানো হয়েছিল, যা তাকে ও রাজস্থানের বিশ্নোই সম্প্রদায়কে উত্তপ্ত করেছিল। তাঁর মতে, বিশ্নোই সম্প্রদায়ের ধর্মে হরিণ রক্ষার প্রচলন রয়েছে এবং একজন মুসলিম হিসাবে তিনিও এই বিষয়টি নিয়ে আপত্তি জানান।

আরও পড়ুন, সারার ভয়ে জবুথবু হয়ে থাকতাম! এই বুঝি আমাকে..., বিস্ফোরক অনন্যা

তিনি আরও বলেন, 'আমার ফোন থেকে হুমকি বার্তাটি দেওয়া হয়েছে, তবে এটা উদ্দেশ্যমূলক এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।' ফৈজান মনে করেন, তার ফোন চুরির ঘটনা এবং শাহরুখের বিরুদ্ধে তাঁর আগের এই বিরোধিতার সঙ্গে যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.