নিজস্ব প্রতিবেদন : ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কংগ্রেস নিখরচায় ঘরে ফেরার বন্দোবস্ত করবে বলে ঘোষণা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এজন্য প্রতিটি প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরই আগামী ৬ তারিখের মধ‍্যে সব জেলা সভাপতিদের আটকে পড়া মানুষের বিস্তারিত তালিকা তৈরির নির্দেশ দিল প্রদেশ কংগ্রেস। কোন জেলা থেকে কতজন আটকে আছেন, তাঁদের নাম, বিস্তারিত বিবরণ নিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছে জেলা সভাপতিদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, "প্রতিদিন আটকে পড়া মানুষের জন‍্য আমরা বলে আসছি কেন্দ্রের কাছে। সরকারের দায়িত্ব ছিল তাদের বাড়ি ফেরানোর। লকডাউন হাজারো সমস্যা সত্ত্বেও মানুষ পালন করছে। আর আজ মানুষের প্রয়োজনে সরকার হাত তুলে নিচ্ছে‌। রেল চাইলে প্রতিদিন আড়াই কোটি মানুষকে নিয়ে যেতে পারত।"


তিনি তোপ দাগেন, "ভারতকে লুঠ করে মেহুল চোস্কিরা ফূর্তি করছে । আর গরিব মানুষের কথা ভাবলেন না? এত লোভ কেন্দ্রের। মানবিকতা দরকার ছিল। আজ সোনিয়া গান্ধী ঘোষণা করেছেন। তাঁর অন্তর আত্মার কথা শুনে সোনিয়াজি এই সিদ্ধান্ত নিলেন। তাঁর হৃদয় কেঁদেছে। মানবতার বাইরে রাজনীতি নয়। পয়সা কংগ্রেস দেবে। বাড়ি ফিরিয়ে দিন।"


আরও পড়ুন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় গরমিল করছে রাজ্য, মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় দলের