নিজস্ব প্রতিবেদন:  স্কুল খোলা নিয়ে আইনি জট কাটল। আগামী ১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল। স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৯ অক্টোবরের বিজ্ঞপ্তিই বহাল রাখল আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্কুল খোলা নিয়ে মামলাকারীর বক্তব্যে সন্তুষ্ট নয় হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে জানায়, অবিভাবকদের সমস্যা হলে তাঁরা আদালতে এসে সমস্যার কথা বলবেন। বৃহস্পতিবারের শুনানিতে মামলাকারীকে বিচারপতি বলেন, "স্কুল কতক্ষন খোলা থাকবে সেটা কি আপনার দেখার বিষয়? আপনার বাচ্চা কি স্কুলে যায়? একটা ব্যক্তিগত কারণ হতে পারে না। আপনার বাচ্চা যে সে'ই ক্লাসে পড়ে না। অভিভকদের বলার থাকলে কোর্টে এসে বলুক। আমরা দেখব" 


আরও পড়ুন: বুথ স্তরের কর্মীরাই লড়াই করে জেতাবে, ইকো পার্কে বললেন Dilip


আরও পড়ুন: নারদ-প্রসঙ্গ তুলে Suvendu-র সততা নিয়ে প্রশ্ন! পত্রপাঠ বহিষ্কৃত BJP-র হাওড়া সদর সভাপতি


রাজ্যের তরফে বলা হয়, "একজন এটা নিয়ে মামলা করতে পারেন এটা শুনেই আশ্চর্য হচ্ছি। অনেক আলোচনা এবং রিসার্চ করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যিনি মামলা করেছেন তার সন্তান এর মধ্যেই পড়ে না।" মামলাকারী সুদীপ ঘোষ চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের বিজ্ঞপ্তিতে কিছু বিভ্রান্তি রয়েছে। বিজ্ঞপ্তিতে স্কুল সাড়ে ৯ টায় খোলার কথা বলা হয়েছে। এর আগে সাড়ে ১০ টায় স্কুল শুরু হত। বিজ্ঞপ্তিতে অন্যান্য সমস্যা তুলে ধরা হয়নি। ছাত্ররাও টিকা পায়নি। এরপরই  বিচারপতি বলেন, "আপনার কি ব্যক্তিগত স্বার্থ আছে? অভিভাবকদের অসুবিধা হলে তাঁরা আসবেন। সেই সুযোগ আছে।" 


রাজ্যের তরফে আদালতে এজি বলেন, "আন্তর্জাতিক আর্গানাইজেশন বলেছে, অনলাইন ক্লাসে মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে। দেশের প্রায় সমস্ত রাজ্যে স্কুল খুলে গিয়েছে। সবার শেষে এ রাজ্যে স্কুল খুলছে। অতিরিক্ত সময় নেওয়া হয়েছে কারণ, প্রতিদিন ১০ মিনিট করে করোনা সচেতনতার সংক্রান্ত ক্লাস করানো হবে। সমস্ত কোভিড গাইডলাইন মেনে স্কুল খোলা হবে।"


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)