বুথ স্তরের কর্মীরাই লড়াই করে জেতাবে, ইকো পার্কে বললেন Dilip
দিলীপ ঘোষ বলেন হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহাকে বহিস্কার করা পার্টির পক্ষে যুক্তি সঙ্গত কাজ।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমনের পরে তিনি হাওড়ার বিজেপি নেতা সুরজিত সাহার বহিস্কারের বিষয়ে বক্তব্য রাখেন।
দিলীপ ঘোষ বলেন হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহাকে বহিস্কার করা পার্টির পক্ষে যুক্তি সঙ্গত কাজ। পার্টির ডিসিপ্লিন ভাঙলে পার্টি ব্যবস্থা নেবে এবং এই ক্ষত্রেও তাই হয়েছে বলে তিনি মনে করেন। এই ঘটনা এখন মিটে গেছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: 7th Pay Commission: ছট পুজোয় কিছু সরকারি কর্মচারীর ডিএ বৃদ্ধি হচ্ছে ৯%, দেখে নিন আপনিও পাবেন কিনা
সামনে পুর ভোট, এই সময়ে সুরজিৎ সাহাকে বহিস্কার করার ফলে কোনও ক্ষতির আশঙ্খা রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন পার্টি একটা সিস্টেমে কাজ করে এবং পার্টিতে হাজার হাজার কার্যকর্তা কাজ করছেন। এক একজনের সমস্যা হতেই পারে এর আগেও অনেকেই পার্টি ছেড়ে চলে গিয়েছেন। এটা নিয়ে পার্টি খুব একটা চিন্তা করে না। তিনি আরও বলেন যে যারা বুথ স্তরের কার্যকর্তা তারাই লড়াই করে পার্টিকে জেতাবে।
শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে কিনা সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে অসন্তোষ আগে থেকেই আছে। নির্বাচনের পরে অনেকেই চলে গিয়েছেন। আস্তে আস্তে সেটাও স্বাভাবিক হচ্ছে। এই ছেড়ে যাওয়ার ফলে সকলের মনের মধ্যে সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। সেই কারনেই অনেকে ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক কিছু কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন তিনি।