বিক্রম দাস: ফের শহরে মিলল টাকার পাহাড়। উল্টোডাঙায় অ্যাপ দুর্নীতি মামলায় রাতভর তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান ঘনিষ্ঠ উমেশ আগরওয়ালের বাড়িতে দেড় কোটি টাকা উদ্ধার। এরপরই আটক হয় উমেশের ছেলে। উমেশের ছেলে রমেশ আগরওয়ালের সঙ্গে অনলাইন গেমিং অ্যাপ কাণ্ডে ধৃত আমির খানের যোগসাজশ রয়েছে বলে ইডি সূত্রে খবর। গার্ডেনরিচের ব‌্যবসায়ী তথা গেমিং অ‌্যাপ চক্রের মাথা আমির খানের কয়েকজন সঙ্গীর সন্ধানে কলকাতার অন্তত তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। উল্টোডাঙার বহুতল আবাসনের এই ট্রেনিং স্কুলেই বুধবার অভিযান চালান ইডি তদন্তকারীরা। আর ওই আবাসনেই ব্যবসায়ী উমেশ আগরওয়ালের বাড়ি। এই বাড়ি থেকেই উদ্ধার হয় দেড় কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, 'বাংলাকে শিল্প-মুক্ত করেছেন, ইতিহাসে নাম থাকবে', মমতার 'টাটা' মন্তব্যের পাল্টা দিলীপ


ইডি সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচকাণ্ডে ব্যবসায়ীর অ্যাকাউন্টের সূত্র ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। উল্টোডাঙা ছাড়াও পার্ক স্ট্রিট, যাদবপুরে একযোগে ইডির ম্যারাথন তল্লাশি চলে। ই-নাগেটস অ্যাপে প্রতারণা ১৭ কোটির পর তাতেই এ বার আরও দেড় কোটির হদিশ মিলল। কেন্দ্রীয় গোয়েন্দারা এরপর টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনেন। সূত্রের খবর, তাতে দেড় কোটি টাকা পাওয়া যায়। ভোররাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। 


তবে, আরও টাকার হদিশ মিলবে বলে গোয়েন্দা সূত্রে খবর। যদিও ভোরে ওই বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। খাটের নিচে ১৭ কোটি, ক্রিপ্টোকারেন্সিতে আরও কোটি কোটির হদিশ পাওয়া গিয়েছে। গতকাল রেইড চালকালীন বিটকয়েন এক্সচেঞ্জের সঙ্গে কথা বলে প্রায় সাত কোটি টাকা মূল্যের বিটকয়েন বাজেয়াপ্ত করেছে।ইতিমধ্যে আমিরের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত প্রায় ২০০ কোটি টাকার হদিস মিলেছে বলে কলকাতা পুলিস সূত্রে খবর। কলকাতা পুলিস আমিরের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে। তবে এখনও উমেশের খোঁজ মেলেনি। 


উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর, আমির খানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি করে প্রথমে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে। তারপর কলকাতা পুলিস ও ইডি বিভিন্ন সময়ে ক্রিপ্টোকারেন্সিতে রাখা প্রায় একশো কোটি টাকার সন্ধান পায়। 


আরও পড়ুন, Mamata On Singur: 'মিথ্যাশ্রী বা মিথ্যা ডক্টরেট বলে কিছু থাকলে সেটা ওনার প্রাপ্য'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)