নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে দফায় দফায় পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথই আন্দোলনের মূল অস্ত্র বলে মনে করেন নেত্রী এমনটাই জনিয়েছিলেন দ্বিতীয় দফার মিছিলের পর। আজ ফের ওই একই আইনের বিরোধিতায় হাওড়া ময়দান থেকে মিছিলে হাঁটেন মমতা। মিছিল হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হয়ে বঙ্কিম সেতু, গুলমোহর, হাওড়া ব্রিজ ব্রেবন রোড হয়ে টি বোর্ডের সামনে দিয়ে লালবাজার, বেন্টিঙ স্ট্রিট, ধর্মতলার ধরে ডোরিনা ক্রসিং-এ এসে শেষ হয় মিছিলটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিছিল শেষে ফের বিরোধী শিবিরকে এর হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-এনআরসি প্রসঙ্গে অমিত শাহকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 



*এক ঝলকে দেখে নিন কী বললেন মমতা
*আমরা শান্তি চাই তাই এই আন্দোলন করছি। 
*বিজেপি বাংলায় দাঙ্গা লাগাতে চায়।
*রাস্তা অবরোধ করা লাভ নেই, গান গাও। আমরা ঝামেলা করতে দেবো না।
*আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশে আগুন লাগানো আপনার কাজ না সেটা আপনি বুঝুন।
*দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ আগুন নেভানো, আগুন জ্বালানো নয়। আধার কার্ড , প্যান কার্ড বৈধ না হলে সরকার নাগরিকদের তা বানাতে বলল কেন?