নিজস্ব প্রতিবেদন:  বউবাজারের বিপর্যয়ের প্রায় ১১ দিন পর আরও পাঁচটি বাড়িতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। তড়িঘড়ি 92 C, 93 / 1 A, 105, 103 এবং 106 নম্বর বি বি গাঙ্গুলি স্ট্রিটের পাঁচটি বাড়ি খালি করার নির্দেশ দিল KMRCL।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এর মধ্যে রযেছে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়ের 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের ফ্ল্যাটটিও। ফাটল কতটা বিপজ্জনক তা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং শিবপুর বেসুর অধ্যাপকদের নিয়ে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করে KMRCL।


মুখ্যমন্ত্রী না বলা সত্ত্বেও বাবুলকে উদ্ধারে ক্যাম্পাসে চলে যান রাজ্যপাল: তৃণমূল


 চলতি সপ্তাহে সেই কমিটি KMRCL কে তাদের রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই ৫ টি বাড়ি বিপন্মুক্ত। সেই থেকে আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। ৯৩ বাই ১এ বড়ির মালিক শেখর ঘোষ তাঁর গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শিয়ালদহের একটি ছোট্ট হোটেলে। সেখানে কার্যত হাঁপিয়ে উঠছেন তাঁরা। কারন ইতিবাচক রিপোর্ট জমা পড়লেও এই পরিবারগুলিকে বাড়িতে ফেরানোর ব্যপারে এখনও কোনও পদক্ষেপ করছেন না KMRCL কর্তৃপক্ষ। পুজোর আগে এই সব কটি বাড়ির মোট ৭৮ জন বাসিন্দা বাড়ি ফিরতে মরিয়া।