নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোডের  (Strand Road) বহুতলে ফের আগুন। দাউ দাউ করে জ্বলছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড অফিস। বুধবার সকাল ৮.৪০ নাগাদ আগুন লাগে। এরপরই স্থানীয়রা দমকলে খবর দেন। মিনিট পাঁচেকের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছয়। এরপর ফের ৩টি ইঞ্জিন আসে। চার তলায় আগুন নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কর্মীদের চেষ্টায় ইতিমধ্যেই বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভাবত শটসার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্বস্তির খবর আগুন ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। 


স্ট্র্যান্ড রোডে রেল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই ফের বিপত্তি। চলতি মাসের শুরুতেই রেল অফিসে আগুন লাগে। ৮ মার্চ স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের দফতরে লাগল আগুন (Eastern Railways Office Fire)  দমকল, পুলিসের কর্মী, আরপিএফের জওয়ানসহ মৃত্য়ু হয় ৯ জনের।