নিজস্ব প্রতিবেদন:  খিদিরপুর জাহাজঘাটার বাসকিউল ব্রিজে বিপত্তি। মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে জাহাজ যাওয়ার জন্য খোলা হয়েছিল বাসকিউল ব্রিজ।  রাত দুটো নাগাদ  সেতু খোলার পর বন্ধ করতে গিয়ে দেখা যায়. ঠিক মাঝামাঝি অংশের দুটো রেলিং মেলেনি। অর্থাত্ সমান্তরালভাবে মেলেনি সেতুর মাঝের রাস্তা। তারপর থেকেই যান্ত্রিক ত্রুটির  কারণে বন্ধ করা যাচ্ছে না সেতু।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মেটিয়াব্রুজের দিকের অংশটি ঠিক থাকলেও খিদিরপুরের দিকের অংশ বন্ধ না হওয়ায় সার্কুলার–গার্ডেন রিচ রোড বা সিজিআর রোডে যান চলাচলে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


'দিদি যদি ভাবেন, তিনি একাই সত্‍ তাহলে ভুল', কাটমানি নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর


তবে দ্রুত ব্রিজ ঠিক না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। সেজন্য জোরকদমে মেরামতির কাজ চলছে ব্রিজে। গোলযোগ মেরামতির চেষ্টা করছেন ইঞ্জিনিয়র এবং কর্মীরা। এখনও ওই দুই রেলিং জোড়া সম্ভাব হয়নি।