নিজস্ব প্রতিবেদন- কোভিড আক্রান্ত বিজেপি নারী মোর্চার নেতা, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তা দিলেন  আসানসোল (দক্ষিণ) কেন্দ্রের মানুষকে। জানালেন, তিনি নিজে অসুস্থ হলেও তাঁর বিধানসভা এলাকার সব মানুষের পাশে থাকছেন তিনি। তাঁদের যাবতীয় প্রয়োজনে সাহায্যের আশ্বাস দিলেন নবনির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘আসানসোলের মানুষ যাঁরা আমার পাশে ছিলেন এবং যাঁরা ছিলেন না, সকলের জন্যই অনেক কাজ করা বাকি।‘


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রবিবার থেকে জরুরি পরিষেবার জন্য বেরোলে চাই E-pass, কীভাবে পাবেন, জেনে নিন

বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে নির্বাচনে পরাজিত করেন অগ্নিমিত্রা। জিতেই জানান, এলাকার সব মানুষের পাশেই থাকবেন তিনি। অগ্নিমিত্রার আশ্বাস, ‘এই কেন্দ্রের বিধায়ক হিসাবে বলব, যে কোনও অসুবিধায় তা সে চাল-ডাল বা হাসপাতালের বেড-অক্সিজেন, সবেতেই আমরা আপনাদের পাশে রয়েছি।‘


অগ্নিমিত্রা তাঁর এলাকার মানুষদের উদ্দেশে আরও বলেন, ‘কোভিডে আক্রান্ত হয়ে ঘরবন্দি হলেও আগামী ৭-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠব।‘ পাশাপাশি করোনার এই দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় সকলকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার কথা বলেছেন তাঁর কথায়, ‘করোনার সংক্রমণে আমরা সকলেই জর্জরিত। এ সময় খুব সতর্ক হয়ে বাঁচতে হবে। ডাক্তারবাবুরা যেমন ভাবে থাকতে বলছেন, সেই মতো থাকবে হবে সকলকে। দূরত্ববিধি বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে।‘