নিজস্ব প্রতিবেদন: জাগো বাংলায় প্রতিবেদন লেখার পর থেকেই বাড়তে শুরু করে দূরত্ব। এবার সিপিএম-এর সদস্যপদ রিনিউ করলেন না অজন্তা বিশ্বাস। সিপিএম-এর অন্দরে জল্পনা তুঙ্গে উঠেছে অনিল বিশ্বাসের কন্যাকে ঘিরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা যোগ দিয়েছেন তৃণমূলে। বর্তমানে তিনি কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার জল্পনা আরেক প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে ঘিরে। 


জল্পনার কারণ একাধিক। কিছুদিন আগে জাগো বাংলায় দুটি প্রতিবেদন লেখেন অজন্তা বিশ্বাস। সেই সময় দল তাঁকে শো-কজ করে। সিপিএম-র প্রাথমিক সদস্যপদ নবীকরণ করাননি তিনি। মার্চের মধ্যে নবীকরণ করাতে হত সদস্যপদ। 


যদিও নজির রয়েছে আরও কয়েকটি। শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊষসী চক্রবর্তী দলের সদস্যপদ নেননি। অভিনয় এবং গবেষণা নিয়ে ব্যস্ত তিনি। আরেক নেতা মানব মুখোপাধ্যায়ের মেয়ে হিয়া মুখোপাধ্যায় ২০১২ তে সিপিএম ছেড়েছেন। লেখালেখি নিয়ে ব্যস্ত থাকলেও বাম মতাদর্শ ত্যাগ করেননি বলে দাবি তাঁর। 


আরও পড়ুন: Madan on Arjun: "অর্জুনকে বেশ সুন্দর দেখতে আগে বুঝিনি", BJP সাংসদের রূপে ভুললেন মদন?


ঘুরে দাঁড়াতে দলের তরুন ব্রিগেডকে সামনের সারিতে তুলে আনতে চাইছে বাম নেতৃত্ব। ভোট প্রচারে হাতিয়ার করা হয়েছে রেড ভলান্টিয়ারদের কাজ। ২০২১-এর বিধানসভা ভোটে টিকিট দেওয়া হয় এক ঝাঁক তরুন মুখকে। রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছেন সৃজন ভট্টাচার্য, ময়ুখ বিশ্বাস, মীনাক্ষী মুখার্জি, প্রতিকুর রহমানের মত তরুনরা। নজর কেড়েছেন দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্র, ঐশী ঘোষের মত তরুনরা। ফলে অজন্তা-ঊষসীরা ব্যতিক্রম বলেই মত দলের তরুন নেতাদের।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)