নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে খোলা নির্দেশ দিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
চিঠি বেশ কয়কেটি বিষয় উল্লেখ করা হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় করোনা হাসপাতালগুলি খোলা রয়েছে, কিন্তু অন্যান্য বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বন্ধ, ফলে সমস্যা পড়তে হচ্ছে অন্যান্য রোগীদের
ল্যাব ও প্যাথলজি সেন্টারগুলি বন্ধ থাকায়, প্রসূতি, ডায়াবেটিস রোগী-সহ অন্যান্য রোগীদের সমস্যা হচ্ছে, সেগুলি যাতে খোলার ব্যবস্থা করা হয়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুশ্চিন্তা বাড়াচ্ছে ৩ জেলা, বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হল ৩টি বিশেষ নজরদারি দল
পাশাপাশি, এই পরিস্থিতিতে যাতে অন্যান্য রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া না হয়
চিকিত্সা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত যোদ্ধাদের যাতে নিজ রাজ্যের মধ্যে অবাধে যাতায়াত করার ব্যবস্থা করে দেওয়া হয়
চিঠিতে মূলত এই বিষয়গুলি উল্লেখ করে দেওয়া হয়েছে।



উল্লেখ্য, প্রত্যেক রাজ্যেই করোনা হাসপাতাল আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র করোনা রোগীদেরই চিকিত্সা করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগী ও তাঁর পরিবারেরা। বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এই পরিস্থিতিতে বন্ধ। আর যেগুলি খোলা রয়েছে, তাদের বিরুদ্ধে অনেকক্ষেত্রেই রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠছে। বিযয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রও। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন।