ওয়েব ডেস্ক: আজ চালু হয়নি সব ATM। এখনও ব্যাঙ্কের হাতে পৌছয়নি পাঁচশ টাকার নতুন নোট। শুধু তাই নয়, প্রযুক্তিগত কারণে এটিএমে ভরা যাবে না দুহাজারের নতুন নোটও।  তাই ATM -এ  মিলছে শুধুমাত্র একশো টাকার নোট। সেইজন্য সমস্যায় পড়ছেন গ্রাহকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


শুক্রবারের সকালে কোথাও খোলা। কোথাও বন্ধ। দক্ষিণ কলকাতায় সকালের দিকে ATM পরিষেবার এমনই ছবি। SBI এর এটিএম খোলা থাকলেও বেসরকারি ব্যাঙ্কের কিছু এটিএম এখনও বন্ধ। এসবিআইয়ের এটিএমে অন্য ব্যাঙ্কের এটিএম কার্ড গ্রাহ্য হচ্ছে না। তাই সকাল থেকেই বেশ সমস্যায় সাধারণ মানুষ।


আরও পড়ুন  বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা