নিজস্ব প্রতিবেদন: রাজ্য লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আগামী ৩ জানুয়ারি এনিয়ে একটি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাজ্যের। তার আগেই রাজ্যের একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করে দিলেন মুখ্যসচিব। আগামিকাল অর্থাত্ সোমবার থেকে জারি হচ্ছে ওইসব বিধিনিষেধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

## সোমবার অর্থাত্ ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিধিনিষেধ।


## সোমবার থেকে কলকাতায় ব্রিটেনের সব ফ্লাইট আপাতত বন্ধ।


## সোম ও শুক্রবার কলকাতা-দিল্লি ও কলকাতা -মুম্বই বিমান চালু থাকবে।


## বিদেশ থেকে আসা ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করাতে হবে।


## সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা।


## দুয়ারে সরকার কর্মসূচি পিছিয়ে যাচ্ছে একমাস। ১ ফেব্রুয়ারির পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত।


## কাল থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সব স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীরা ৫০ শতাংশ আসতে পারবেন। যেসব স্কুলে টিকাকরণ কর্মসূচি চলছে তা চলবে।


##  যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম চালুর চেষ্টা করতে হবে।


## সুইমিং পুল, সেলুন, স্পা, জিম, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।


## বন্ধ থাকবে বিনোদন পার্ক।


## শপিং মল, মার্কেট কমপ্লেক্সে যাওয়ায় বিধিনিষেধ। ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি।


## রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট কিন্তু নেওয়া যাবে ৫০ শতাংশ গ্রাহক।


## সিনেমা থিয়েটার খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। তবে নেওয়া যাবে ৫০ শতাংশ লোক।


## মিটিং ও কন্ফারেন্সে থাকা যাবে ২০০ জন অথবা আসন সংখ্য়ার ৫০ শতাংশ।


##  সামাজিক, সাংস্কৃতিক জমায়তে, বিয়েবাড়িতে ৫০ জনের বেশি লোক থাকা যাবে না।


##  শেষকৃত্যের অনুষ্ঠানে ২০ জনের বেশি অংশ নেওয়া যাবে না।


## সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। নেওয়া যাবে ৫০ শতাংশ যাত্রী।


##  মেট্রো রেলেও নেওয়া যাবে ৫০ শতাংশ যাত্রী। 


##  রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত মানুষ, যানবাহন, জমায়েত নিষিদ্ধ। একমাত্র চালু থাকবে নিত্য প্রয়োজনীয় পরিষেবা।


## কারখানা, মিল, চা বাগানে কড়াকড়ি ভাবে লাগু হবে করোনা আচরণবিধি। পরতে হবে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার। একমাত্র করোনার ২টি ডোজ নিয়েছেন এমন মানুষজনই কাজে যেতে পারবেন।


##  রাজ্য়ের সব সরকারি, বেসরকারি হাসপাতালকে তাদের করোনা চিকিত্সা পরিকাঠামো খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।  


##  কোভিড পজিটিভ অথচ কোনও উপসর্গ নেই এমন মানুষজনকে ঘরেই আইসোলেশনে থাকতে হবে।


## যেসব কোয়ারেন্টাইন ফেসিলিটি দ্বিতীয় ঢেউয়ের সময় চলছিল তা আবার খোলা হবে ৫০ শতাংশ আসন নিয়ে।


##  করোনা বিধি মেনে চালু থাকবে হোম ডেলিভারি ও অন্য়ান্য নিত্য প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)