ওয়েব ডেস্ক : মৃতদেহ থেকে চোখ তুলে নিয়ে বিক্রির করার অভিযোগ। তাও আবার NRS-এর মতো সরকারি হাসপাতালে। যদিও হাসপাতালের ডোমের দাবি, চোখ খুবলে নিয়েছে ইঁদুর। অভিযোগ কতটা সত্যি তা নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নারদ মামলায় ফের রাজ্য পুলিসে অনাস্থা প্রকাশ হাইকোর্টের


পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে NRS হাসপাতালে ভর্তি হন দক্ষিণ ২৪ পরগনার বিপ্লব সর্দার। মৃতদেহের ময়নাতদন্ত হয় মঙ্গলবার। মৃতের পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের পর মৃতদেহ ফেরত নেওয়ার সময় দেখা যায় চোখ নেই। ডোমের বিরুদ্ধে টাকার জুলুমবাজিরও অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, হাসপাতালে সক্রিয় রয়েছে একটি চক্র। মৃতদেহের চোখ তুলে নেওয়ার পিছনে রয়েছে তারাই। মৃতদেহ ইঁদুর খুবলে নিয়েছে। এর আগেও NRS-এ এই অভিযোগ উঠেছে। এবার মৃতদেহের চোখ তুলে নিয়ে ব্যবসার অভিযোগ উঠল।