বাংলার হালহকিকত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা একান্তে আলোচনা রাজ্যপালের
তিনি পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখতে প্রতিশ্রুতি ও দায়বদ্ধ বলে টুইটে লেখেন রাজ্যপাল।
নিজস্ব প্রতিবেদন : দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১ ঘণ্টা ২০ মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে। তবে বৈঠকের পর সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি রাজ্যপাল। দুজনের মধ্যে কী বিষয়ে আলোচনা হয় সেই বিষয়ে কিছুই জানাননি তিনি।
প্রসঙ্গত, হেমতাবাদে বিধায়ক খুনের ঘটনার প্রেক্ষিতে বিজেপি দাবি করেছিল রাজ্যে ৩৫৬ ধারা জারি করা হোক। রাজ্য়ে ৩৫৬ ধারা জারির দাবি করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আরও বলেন, রাজ্যপাল মারফত পশ্চিমবঙ্গ সম্পর্কে রিপোর্ট তলব করা হোক। রাজ্যের আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ বিধানসভা ভেঙে দেওয়ার দাবি করেছিলেন বাবুল সুপ্রিয়ও।
এরপরই আজ সশরীরে দিল্লি আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। প্রায় দেড় ঘণ্টা দুজনের মধ্যে বৈঠক হয়। সকালে দিল্লির বিমান ধরার আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটারে তোপ দাগতেও দেখা যায় ধনখড়কে। তিনি পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখতে প্রতিশ্রুতি ও দায়বদ্ধ বলে টুইটে লেখেন রাজ্যপাল।
আরও পড়ুন, বিদ্যুৎ সংযোগ কাটা হবে না, পাঠানো হবে জুনের নতুন বিল, মন্ত্রীর সঙ্গে বৈঠকে জানাল CESC