* উদ্বাস্তুদের এতদিন নাগরিকত্ব দেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি। কিন্তু বাধা দিচ্ছে তৃণমূল। তৃণমূলের বাধাতেই সংসদে এখনও নাগরিকত্ব বিল পাস করানো যায়নি : অমিত শাহ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* তবে অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই দেশে : অমিত শাহ


* আমি ভারতীয় জনতা পার্টির ভাবনা স্পষ্ট করতে চাই, ভারতবর্ষ থেকে কোনও শরণার্থীকে তাড়ানো হবে না। বরং প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেবে ভারত সরকার : অমিত শাহ


* এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস, তৃণমূল ও বামেরা : অমিত শাহ


* কাশ্মীরে শ্যামাপ্রসাদকে গ্রেফতারের পর খুন করে কংগ্রেস ভেবেছিল যে ঝামেলা মিটে গিয়েছে। কিন্তু জনসংঘ এমন সংগঠন, যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না : অমিত শাহ


* বিজেপিকে বহিরাগত বলছেন দিদি? পশ্চিমবঙ্গ ভারতে এসেছেই তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে : অমিত শাহ


* সব্যসাচী দত্ত বক্তব্য রাখার পর বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ।


* মঞ্চে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তিনি।


* পাল্টা উত্তরীয় পরিয়ে দিলীপ ঘোষকে সম্মান জানান সব্যসাচী।


* বিজেপিতে যোগদান করলেন সব্যসাচী দত্ত। দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন তিনি।


* বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি দেওয়া হল তাঁকে।


* তাঁকে মালায় বরণ করে নিলেন বিজেপি নেতৃত্ব।


* নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জনজাগরণ সভামঞ্চে পৌঁছলেন অমিত শাহ।


নিজস্ব প্রতিবেদন : কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো উদ্বোধন সহ সাংগনিক বৈঠক, এই দুই কর্মসূচি উপলক্ষ্যেই পুজোর আগে ফের রাজ্যে এলেন অমিত শাহ। বেলা দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সল্টলেক বিজে ব্লকের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। বাংলার বিজেপি কর্মীদের উদ্দেশে অমিত শাহ কী বার্তা দেন, সেইদিকে নজর সবার। আজ ওই মঞ্চেই বিজেপিতে যোগ দেবেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।



আরও পড়ুন, মাঝরাতে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে হোটেলে চড়াও বিজেপি কর্মীরা! অতিথিদের হেনস্থার অভিযোগ


এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহরে আগমনকে ঘিরে দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। বিমানবন্দরের কাছে পেট্রলপাম্পে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। প্রতিবাদ স্বরূপ অমিত শাহকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা ছিল। তাঁদেরকে আটক করে নিয়ে যায় দমদম থানার পুলিস। দুপক্ষের মধ্যে খানিক বচসাও বাধে।