Amit Shah: `মোদীর নেতৃত্বে বিজেপি-ই বানাবে সোনার বাংলা`!
তিনি বলেন বিজেপিকে ১৮টি লোকসভা আসন এবং ৭৭টি বিধানসভা আসন দিয়ে বাংলার মানুষ স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে বিজেপি এখানে পরবর্তী সরকার গঠন করবে। তিনি আরও দাবি করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার বিধানসভা থেকে এক্সপেল করেছেন। তিনি বলেন, ‘দিদি আপনি শুভেন্দুকে বিধানসভা থেকে বের করতে পারেন কিন্তু মানুষের মন থেকে বিজেপিকে নয়’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা যেখানে হয় ঠিক সেই জায়গায় মঙ্গলবার জনসভা করেছে রাজ্য বিজেপি। এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ধর্মতলার সভা থেকে সরাসরি রাজ্যের তৃণমূল সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলকে আক্রমণ করেছেন তিনি। বাদ যাননি অভিষেক বন্দ্যপাধ্যায়ও। এই সভা থেকেই শাহের মুখে শোনা গেল সিএএ থেকে শুরু করে ৩৭০ ধারা বিলপের প্রসঙ্গ। সরাসরি তিনি চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়কে সাসপেন্ড করে দেখান’।
সভা থেকে তিনি দাবি করেন, ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার বানাতে হবে। এই ময়দানই পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে জুড়ে রাখার কাজ করেছে। বিজেপি-র জন্য এই ময়দান খুব সৌভাগ্যের। আমি ২০১৪-তেও এখানে এসেছিলাম আর এখান থেকেই বাংলার জনতাকে তৃণমূল সরানোর কাজ করতে আহ্বান জানিয়েছিলাম। এখানে পরের সরকার বিজেপি-র হতে চলেছে।
তিনি বলেন বিজেপিকে ১৮টি লোকসভা আসন এবং ৭৭টি বিধানসভা আসন দিয়ে বাংলার মানুষ স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে বিজেপি এখানে পরবর্তী সরকার গঠন করবে। তিনি আরও দাবি করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার বিধানসভা থেকে এক্সপেল করেছেন। তিনি বলেন, ‘দিদি আপনি শুভেন্দুকে বিধানসভা থেকে বের করতে পারেন কিন্তু মানুষের মন থেকে বিজেপিকে নয়’।
আরও পড়ুন: WB Assembly: নজিরবিহীন অনুপস্থিতি বিধানসভায়! প্রথম ৭ প্রশ্ন কর্তা-ই গরহাজির অধিবেশনে
তিনি স্টেজ থেকে প্রশ্ন করেন, ‘কমিউনিস্টদের হারিয়ে দিদি ক্ষমতায় এসছে কিন্তু কিছু বদলেছে কী?’ তিনি বলেন ‘আপনি যদি ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা থেকে সরাতে চান তবে প্রথম পদক্ষেপটি হবে ২০২৪ সালে মোদীকে ক্ষমতায় ফিরিয়ে আনা।
তিনি দাবি করেন নির্বাচনী হিংসা এবং অনুপ্রবেশ বঙ্গে সব থেকে বেশি হয়। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা সবার সামনে ভোটার আর আধার কার্ড পাচ্ছেন অথচ মমতা ব্যানার্জি চুপ করে আছেন। ‘যে বাংলায় আগে সকালে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত সেখানে এখন বোমের আওয়াজ শোনা যায়’।
তিনি সভাই আসা সমর্থকদের উদ্দশ্যে বলেন, ‘সবাই বলুন কাশ্মীর আমদের কী না’? অমিত শাহের দাবি, ‘বামপন্থি উগ্রবাদকে থামানোর কাজ মোদী করেছে। ভারতের তেরঙাকে চাঁদে পাঠিয়েছেন মোদী।
আরও পড়ুন: Mamata Banerjee: 'অপেক্ষা করুন, কে কোথায় যাবেন? কোথায় টাকা রাখেন সব হিসেব হবে!'
তিনি প্রশ্ন করেন, ‘অযোধ্যায় কি রামমন্দির তৈরি করা উচিত?’ বিজেপি সমর্থকরা উত্তর দেয় হ্যাঁ। তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কংগ্রেস সরকার রামমন্দির নির্মাণে বাধা দিয়েছিল। মোদীজি এসে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আর ২২ জানুয়ারি তিনি মন্দিরের উদ্বোধন করবেন
তিনি দাবি করেন তৃণমূলের বহু নেতা জেল গিয়েছেন এবং এরপরে রোজ এরা দুর্গার স্তব করছে যাতে যারা জেলে আছে তারা কেউ ‘ভাইপোর’ নাম না করে।
তাঁর দাবি পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ চরমে উঠেছে। অসমের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানকার ‘জনতা বিজেপি সরকার বানিয়েছে এবং এরপরেই ওই সীমান্তে পাখিও ঢুকতে পারে না’। অমিত শাহের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করেছেন। কিন্তু এটা কেউ আটকাতে পারবেনা। আমরা এটা চালু করবই’।
তিনি বলেন, ‘হিন্দুদের দেশে ততোটাই অধিকার যতটা আমার আপনার। তাঁদেরকে কেউ অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না’। সভা থেকে শাহ দাবি করেছেন, ‘বাংলাকে সোনার বাংলা বানানোর কাজ মোদীর নেতৃত্বে বিজেপি-ই করতে পারে। আর কেউ পারবে না’।
শেষে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলায় নতুন কিছু করতে হলে মমতা ব্যানারজির সরকারকে তুলে ফেলে দিন’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)