নিজস্ব প্রতিবেদন: এক বছরেরও বেশি সময় পরে বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। দুদিনের জন্য ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সফর করার কথা রয়েছে তার। তার দুই দিনের সফর আজ থেকে শুরু হবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার থেকে শুরু হবে তার সফর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1:40 pm: অনুপ্রবেশ রুখতে টহলদারিতে জোর। সমস্ত সীমান্ত সুরক্ষিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশের সবথেকে বেশি। হরিদেবপুরে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


12:15 am: হিঙ্গলগঞ্জের অনুষ্ঠানের শেষে নদীয়ার উদ্দেশে রওনা হলেন অমিত শাহ। সেখানেও বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


11:43 am: কলকাতায় পৌঁছেই বাংলায় টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।



11.25 am:  ওয়াটার আম্বুল্যান্স উদ্বোধন করলেন শাহ 


11.10 am: হিঙ্গলগঞ্জ পৌঁছালেন শাহ


10.32 am: কপ্টারে রয়েছেন নিশীথ প্রামানিক,শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার


10.31 am: কপ্টারে শাহের সঙ্গে শুভেন্দু।


10.24 am: কলকাতা থেকে হিঙ্গলগঞ্জ রওনা হলেন অমিত শাহ


10.15 am: বিমানবন্দরে পৌঁছেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব


10.14 am: কলকাতায় নামল অমিত শাহের বিমান



10.04 am: শিলিগুড়িতে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক


10.04 am: শিলিগুড়ির রেল ময়দানে জনসভা


10.04 am: কল্যাণী থেকে কলকাতায় ফিরে পরের গন্তব্য শিলিগুড়ি


10.03 am: দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। 


10.02 am: সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সীমান্তরক্ষী বাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


10.02 am: বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)