অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শহিদ মিনারে অমিত শাহের সভায় ঠিক কত লোক হয়েছে? কেউ বলছেন দেড় লক্ষ। কেউ বলছেন, এক লক্ষ। কিন্তু যাঁকে 'গালগপ্পো' শোনাচ্ছেন, তিনি আর কেউ নন, 'দ্য অমিত শাহ'। সেটা সম্ভবত মাথায় ছিল না বিজেপির রাজ্য নেতাদের। সবটা শোনার পর কত লোক হয়েছিল, তার হিসাব দিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। 


শহিদ মিনারের জমায়েতে আগের চেয়ে কম লোক ধরে। কলকাতা পুলিস বলছে, ১৪ থেকে ১৫ হাজার জনসমাগম হতে পারে। তার উপরে অমিত শাহের নিরাপত্তার জন্য সামনের অনেকটা অংশ ফাঁকা রাখা হয়েছিল। তার উপরে ব্যারিকেড। স্বাভাবিকভাবে আরও ছোট হয়ে গিয়েছিল জায়গা। রবিবার অমিতের সভার শেষের দিকের খালি অংশটাও ছিল চোখে পড়ার মতো। সভা শেষে রাজ্য নেতৃত্বকে শাহ প্রশ্ন করেন, ঠিক কত লোক এসেছিল? তখনই লক্ষাধিক লোকের দাবি করে বসেন নেতারা। কেউ বলেন, এক লক্ষ। কেউ আবার দেড় লক্ষ। শাহকে তুষ্ঠ করতে চেষ্টার খামতি রাখেননি! সব শুনে আসল হিসাব দেন  অমিত শাহ। বলে দেন, 'লোক হয়েছিল প্রায় ৭ হাজার।'


মাঠে কত লোক হয়েছিল, তার এমন হিসাব কীভাবে পেলেন শাহ? এজন্যই তো তিনি নরেন্দ্র মোদীর সেনাপতি। ওই দিন 'আর নয় অন্যায়' প্রচারকৌশলের ঘোষণা করেন অমিত শাহ। ৯৭২৭২৯৪২৯৪ নম্বরে মিসড কল দেওয়ার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করেন বিজেপি কর্মীরাও। সূত্রের খবর, ওই নম্বরে তখন ময়দান সংলগ্ন এলাকা থেকে গিয়েছিল ৭ হাজার মিসড কল। তড়িত্গতিতে বিজেপির আইটি সেলের ওই পরিসংখ্যান হাতে চলে আসে অমিত শাহের। 


এমনটাও যে হতে পারে তা ভাবতেই পারেননি বিজেপির রাজ্য নেতারা। অমিত শাহ যখন পরিসংখ্যান দিচ্ছেন, তখন শোনা ছাড়া আর কিই বা উপায় থাকতে পারে! বিজেপির এক নেতার কথায়,''বুথস্তর থেকে রাজনীতি করে এখানে উঠে এসেছেন অমিত শাহ। তাঁকে ভুলভাল বুঝিয়ে পার পাওয়া যাবে না।''                


আরও পড়ুন- হোলি মিলন বাতিল করেছেন প্রধানমন্ত্রী, করোনা ভাইরাস রুখতে মোদীমাস্ক বিলি BJP-র