মৌমিতা চক্রবর্তী:  নববর্ষের পর ২৫ বৈশাখ ফের বঙ্গে শাহ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিনে ফের বাংলায় আসছেন অমিত শাহ। এদিন বীরভূমের সভা থেকে ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই বাঙালি ভাবাবেগকে প্রাধান্য দিয়ে ভোটবাক্সে জয় নিশ্চিত করতেই বিশ্বকবির জন্মদিনে শাহের ফের বাংলায় আগমন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ভোটও। তাই এক ইঞ্চি জমি ছাড়তেও নাছোড় শাহের এ এক মোক্ষম চাল! মত ওয়াকিবহল মহলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, এদিন সন্ধ্যায় রাজারহাটে ওয়েস্টিনে বিজেপি কোর কমিটি বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে বেশ কিছু বার্তা দেন অমিত শাহ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়। বঙ্গ বিজেপিকে জানালেন শাহ। নস্যাত্ করে দেন বঙ্গ বিজেপির পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি। বঙ্গ বিজেপি নেতৃত্ব ও রাজ্যের কর্মীদের শক্তি নিয়েই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে হবে। এমনই বার্তা দেন শাহ। পঞ্চায়েত নির্বাচনে সর্ব শক্তি দিয়ে ঝাঁপানোর বার্তা দেন অমিত শাহ। পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতেও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। দলীয় সূত্রে খবর, তাঁর সাফ নির্দেশ, লাগাতার কর্মসূচি রাখুন। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। অর্থাত্, সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে চাপে ফেলারই বার্তা এদিন দলীয় কর্মীদের দেন অমিত শাহ। 


বিজেপি সূত্রে খবর, ২০১৪ ভোটে বাংলায় ৩৫ লোকসভা আসনে জিততে হবে। দলীয় বৈঠকে সেই বার্তা-ই দেন বিজেপির চাণক্য। সেইসঙ্গে তখনও তিনি দলীয় কর্মীদের জানান যে, রাজ্যে আবার আসবেন। লাগাতার বিজেপির কেন্দ্রীয় নেতারা এরাজ্যে আসবেন বলেও জানান শাহ। বলা বাহুল্য, ঠিক যেমনটা হয়েছিল একুশের বিধানসভা ভোটের আগে। এদিন যেপ্রসঙ্গ উল্লেখ করে কুণাল ঘোষ কটাক্ষ করেন, অমিত শাহ 'ডেইলি প্যাসেঞ্জারি' করতেন বলে!


ওদিকে এদিন ওয়েস্টিনের বৈঠক থেকে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জকে। বলেন, 'অভিষেক রাজনীতি ছাড়বে না। ওটাই ওর ব্রেড অ্যান্ড বাটার। দু'বছর পর এমনিতেই সাংসদ পদ ছাড়তে হবে।' সেইসঙ্গে জানান, 'পঞ্চায়েতে প্রাথী এমন হবে, যিনি নাকি সংগঠনের লোক, দলের লোক, দুর্নীতিগ্রস্থ নন। যিনি দল ছেড়ে যাবেন না।'


আরও পড়ুন, Abhishek Banerjee: 'শাহ বাংলার সব বকেয়া মিটিয়ে দিন, আমি এখনই রাজনীতি ছেড়ে দেব!' বিস্ফোরক অভিষেক


Kunal Ghosh: 'শাহের কথায় ঝুলি থেকে বেড়াল বেরল!' তীব্র কটাক্ষে অমিতকে বিঁধলেন কুণাল



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)