ওয়েব ডেস্ক: অমৃত প্রকল্পে দেশজুড়ে ৩০০ টি ফার্মেসি খোলার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। দিল্লির AIIMS সহ ৪টি হাসপাতালে ইতিমধ্যেই অমৃত ফার্মেসি চলছে। এরাজ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে অমৃতের ফার্মেসি খুলবে। হাসপাতালের নিজস্ব মেডিসিন শপ বন্ধ করে খোলা হবে অমৃতের ফার্মেসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে অমৃত প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালকে বেছে নেওয়া হয় অমৃত প্রকল্পের জন্য। চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের গভর্নিং বডির বৈঠকেও কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি জানানো হয়।


আরও পড়ুন- সেনা, বায়ুসেনা, আইবি ও র-এর শীর্ষপদে নতুন নিয়োগ


রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা অমৃত ফার্মেসি নিয়ে আপত্তি করেন বলে সূত্রের খবর। হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধ দোকান করারই প্রস্তাব দেন শশী পাঁজা। অমৃতে আপত্তি জানিয়ে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে অধিকর্তাকে স্মারকলিপি দিয়েছে তৃণমূল কর্মী ইউনিয়নও।


আরও পড়ুন- জমি ধরে রেখে রাজ্যে বিনিয়োগের স্বপ্ন জিইয়ে রাখল ইনফোসিস