Junior Doctors: জুনিয়র ডাক্তারদের আরও একটি সংগঠনের আত্মপ্রকাশ!
Junior Doctors: `জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সরকারপন্থী সংগঠন। ৯ তারিখ যে ঘটনাটা ঘটেছিল, তারপর জনসাধারণের মধ্যে যে প্রবল প্রতিবাদ-বিক্ষোভ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে যেহেতু এটি সরকারপন্থী সংগঠন। আমরা এটার সঙ্গে আসতে চাইনি`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আরও একচি সংগঠন। আরও একটা নয়া সংগঠনের আত্মপ্রকাশ। নাম, প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্য়াসোসিয়েশন। সংক্ষেপে, PJDA।
আরও পড়ুন: R G Kar: ওটা কোনও রক্তের দাগ-ই নয়! আরজি কর গ্লাভস কাণ্ডে নাটকীয় মোড়..
ঘটনাটি ঠিক কী? আরজি কর কাণ্ডের প্রতিবাদে জোট বাঁধেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নামে একটি সংগঠনও গড়ে তোলেন অনিকেত মাহাত, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা। সেই সংগঠনের ব্যানারেই চলেছে আন্দোলন। এরপর মেডিক্যাল কলেজে গণ কনভেশন থেকে নয়া সংগঠন করে গঠন করে ফেলেন চিকিত্সকদের একাংশই। নাম দেওয়া হয় জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। কবে? শনিবার।
এখন মুখোমুখি সংঘাতে জুনিয়র ডাক্তারদের সেই দুটি সংগঠন। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মতোই নিজেদের দাবিদাওয়া রাজ্য সরকারের কাছে তুলে ধরেছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনও। আট দফা দাবিতে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন অ্য়াসোসিয়েশনের সদস্যরা। কিছুক্ষেত্রে অবশ্য আন্দোলনকারীদের সহমত হতেও দেখা গিয়েছে তাদের। যেমন, নির্যাতিতার বিচার। এই পরিস্থিতিতে এবার আত্মপ্রকাশ করল জুনিয়র ডাক্তারদের আরও একটি সংগঠন।
প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করা হয় সদ্য গঠিত প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্য়াসোসিয়েশনের তরফে। কেন নয়া সংগঠন? PJDA-র সদস্যরা বলেন, 'জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সরকারপন্থী সংগঠন। ৯ তারিখ যে ঘটনাটা ঘটেছিল, তারপর জনসাধারণের মধ্যে যে প্রবল প্রতিবাদ-বিক্ষোভ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে যেহেতু এটি সরকারপন্থী সংগঠন। আমরা এটার সঙ্গে আসতে চাইনি। কিন্তু আমাদের সদস্য়রা বিভিন্ন ব্য়ানারে, ব্যক্তি বিশেষে সোশ্য়াল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)