সৌমেন ভট্টাচার্য: পুজোর বাকি হাতে গোনা কয়েকটা দিন। উৎসবের মরশুমে ফের ডেঙ্গিতে মৃত্য়ু! এবার প্রাণ গেল বছর পঁচিশের এক যুবকের। আবার সেই দমদমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: C V Ananda Bose Meets Shah: বকেয়া নিয়ে রাজ্যের বার্তা কেন্দ্রের কাছে পৌঁছে দিলেন রাজ্যপাল, মুখ খুললেন অভিষেক


জানা গিয়েছে, মৃতের নাম সিদ্ধার্থ বালা। বাড়ি, দমদম পুরসভার উত্তর বাদরা এলাকায়। ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। সঙ্গে তলপেটে ব্যথা, বমি।  দমদম পুরসভা পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিদ্ধার্থকে। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। এরপর যখন শারীরিক অবস্থার আরও অবনতি হয়, তখন ওই যুবককে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কবে? গতকাল, সোমবার। কিন্তু শেষরক্ষা হল না।


হাসপাতাল সূত্রে খবর, ঘড়িতে তখন ৬টা ১৬। এদিন ভোরে মৃত্যু হয় সিদ্ধার্থের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। পরিবারে শোকের ছায়া।



এদিকে দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গিতে এখনও পর্যন্ত মৃত ৭। চলতি মাসের প্রথমদিনেই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কলেজ পড়ুয়ার। মৃতের নাম  ২১ নম্বর ওয়ার্ডে মোতিঝিল এলাকার এমএম ঘোষ রোডের বাসিন্দা ছিলেন। 


আরও পড়ুন:  Minor Physical Assault: নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার বাংলাদেশি নাগরিক


পরিবার সূত্রে খবর, দিন তিনেক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন সমাপ্তি। মেয়েকে প্রথমে নাগেরবাজারের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন বাড়ি লোকেরা। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। এরপর তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতার আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)