নিজস্ব প্রতিবেদন: ফের CBI-কে চিঠি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। স্রেফ সময় চাওয়াই নয়, তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের জন্য বেশ কিছু শর্তও দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা। হাসপাতালে ছাড়ার পাওয়ার আবার CBI-র নজরে অনুব্রত।  শনিবার প্রথমে গরু পাচার মামলায় নিজাম প্যালেসে, তারপর ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দুটি মামলাতেই অবশ্য হাজিরা এড়িয়ে যান তিনি। 


আরও পড়ুন:  Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটে চক্রান্ত নেই', হাইকোর্টে রিপোর্ট কেন্দ্রের


জানা দিয়েছে, এদিন আইনজীবীর মারফৎ CBI-কে চিঠি দিয়েছেন অনুব্রত। চিঠিতে জানিয়েছেন, দাঁত, মলদ্বার এবং অণ্ডকোষের অসহ্য যন্ত্রণায় ভুগছেন তিনি। ২১ মে-র আগে যেন ডাকা না হয়। কলকাতায় দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, প্রয়োজনে কলকাতার চিনার পার্কে বাড়িতে গিয়ে CBI-কে জিজ্ঞাসাবাদ করার প্রস্তাব দিয়েছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। চিঠিতে লিখেছেন, 'জিজ্ঞাসাবাদের আগে তল্লাশি করতে পারেন তদন্তকারী। ঘরে কোনও CCTV থাকবে না। পাশের ঘরে থাকবেন আইনজীবী। মোবাইল রাখা থাকবে অন্য ঘরে'। 



এর আগে, গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) ৬ এপ্রিল অনুব্রত মণ্ডলকে তলব করেছিল CBI।  সেদিন সকালে রাজারহাটের ফ্ল্যাট থেকে নিজাম প্যালেসে যাওয়ার পথে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা বাড়ে।  SSKM-এ নিয়ে যেতে হয় অনুব্রতকে। ১৭ দিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি থাকার পর, শুক্রবার ছাড়া পেয়েছেন তিনি।  এদিকে SSKM-র ভর্তি হওয়ার পর গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) CBI-র কাছে  ৪ সপ্তাহ সময় চেয়েছিলেন অনুব্রত। চিঠিতে লিখেছিলেন, 'চাইলে হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App