নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে নারায়ণপুরে অস্ত্র কারখানার হদিশ। ঘটনায় গ্রেফতার কারখানার মালিক ও তার স্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



নারায়ণপুরে একটি লেদ কারখানার আড়ালে অস্ত্র বানানো হত। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালায় পুলিস। নারায়ণপুরের বাসিন্দা শেখ আলি হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে লেদ কারখানার আড়ালে অস্ত্র তৈরি করা হত। তল্লাশির সময় শেখ আলি বাড়িতেই ছিল। তাকে গ্রেফতার করে পুলিস।


'শলাকা' দেখিয়ে বুথ কর্মীদের ভোট করানোর নিদান অনুব্রতর


গ্রেফতার করা হয় তার স্ত্রীকেও। এখানে অস্ত্র বানিয়ে কোথায় তা পাঠানো হত, তা জানার চেষ্টা করছে পুলিস। লোকসভা নির্বাচন সামনে বলেই কি অস্ত্র বানানো হত, তাও খতিয়ে দেখা হচ্ছে। 
পাশাপাশি রাজারহাট এলাকায় আর কোনও অস্ত্র তৈরির কারখানা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিস। এই ঘটনায় আর কে কে জড়িত, তা ধৃতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। লেদ কারখানাটিকে সিল করে দিয়েছে পুলিস।