নিজস্ব প্রতিবেদন : অস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিস (Arms Recover)। ধৃতরা হল রোশন পাসোয়ান ও সঞ্জয় কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর ২৫-এর রোশান সোনারপুরের বাসিন্দা। অপরদিকে, বছর ২৬-এর সঞ্জয়ের বাড়ি বাঁশদ্রোণীতে। যদিও দুজনেই আদতে বিহারের বাসিন্দা। খিদিরপুরের গোপাল ঘোষ লেন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এই দুই যুবককে। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও সিঙ্গল শুট ফায়ার আর্মস উদ্ধার করা হয়েছে (Arms Recover)।


দীর্ঘদিন ধরে এই দুই যুবক রাজমিস্ত্রির কাজ করত। পুলিস সূত্রে খবর, তবে তাদের আসল কাজ ছিল অস্ত্র সরবরাহ করা (Arms Supply)। রাজমিস্ত্রির কাজের আড়ালে আসলে অস্ত্র চালান করত তারা। এখন প্রশ্ন হচ্ছে, কোথা থেকে এই অস্ত্র আসত? কাদের কেই বা বিক্রি করা হত সেইসব অস্ত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন, Mobile Game Addiction: পড়া ভুলে দিনরাত ডুবে মোবাইল গেমে, বকে বাবা-মা, ভয়ঙ্কর কাণ্ড ঘটাল পড়ুয়া


Sevoke Coronation Bridge: করোনেশন ব্রিজে বিনা অনুমতিতে গাড়ি বিস্ফোরণ দৃশ্যের শুটিং, 'ক্লোজ' ওসি


East-West Metro: বড় খবর! গ্রিন সিগন্যাল পেয়ে গেল ফুলবাগান-শিয়ালদা মেট্রো


Cargo Ship Sinks At Kolkata Port: কলকাতায় জাহাজ ডুবি! চোখের নিমেষে ১৫ মিনিটেই ডুবল ভেসেল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)