উঠলেন না স্ট্রেচারে, কলকাতায় পৌঁছে হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠলেন অশোক ভট্টাচার্য!
এদিন তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জিবেশ সরকার, সিপিএম নেতা সমন পাঠক এবং সহধর্মিণী রত্না ভট্টাচার্য।
নিজস্ব প্রতিবেদন: “এখনও অনেক কাজ বাকি আছে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে চলবে না। তাই শিলিগুড়িতে চিকিত্সার পর আরও কিছু শারীরিক পরীক্ষার জন্য কলকাতায় চলে এলাম। আগের থেকে ভালো আছি।“ মঙ্গলবার সকালে চিকিত্সার জন্য কলকাতায় পৌঁছে জি ২৪ ঘণ্টার প্রতিনিধিকে জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।
এদিন সকাল পৌনে সাতটায় পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় পৌঁছন তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এরপর তাঁর চিকিত্সা হবে। সকালে প্ল্যাটফর্মেই ওই বেসরকারি হাসপাতালের তরফে তাঁর জন্য স্ট্রেচারের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু তিনি তাতে না উঠে প্ল্যাটফর্মের সার্ভিস কার করে স্টেশনের বাইরে আসেন। এরপর অ্যাম্বুলেন্সে চলে যান হাসপাতালে।
এদিন তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জিবেশ সরকার, সিপিএম নেতা সমন পাঠক এবং সহধর্মিণী রত্না ভট্টাচার্য।
রবিবার তাঁর শারীরিক অবস্থা আচমকাই খারাপ হয়ে পড়ে। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত ভর্তি করা হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষা করে চিকিত্সকরা জানান, তাঁর হৃদয়ে ছোট্ট ব্লকেজ আছে। সেটির চিকিত্সা করানো হবে।